মাওবাদী বিদ্রোহীদের দমন করতে গিয়ে অভিযানে নেমে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ১,১২৫ জন সদস্য। ২০০৯ সাল থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করতে গিয়ে প্রাণ হারায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
রাইট টু ইনফরমেশন আইনে এক প্রশ্নের জবাবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয় এ তথ্য প্রকাশ করেছে। ২০০৯ সালে সবচেয়ে বেশি ২৮৭ জন নিহত হয়। এর পরের বছর নিহত হয় ২৬২ জন।
রাষ্ট্রমন্ত্রণালয়ের বাম চরমপন্থী বিভাগ থেকে বলা হয়, এছাড়া ২০১১ সালে ১১২ জন, ২০১২ সালে ১০৮ জন, ২০১৩ সালে ৯৩ জন, ২০১৪ সালে ৮১ জন, ২০১৫ সালে ৩৪ জন, ২০১৬ সালে ৪০ জন, ২০১৭ সালে ৫৭ জন ও ২০১৮ সালে ৫২ জন নিরাপত্তা সদস্য নিহত হয়। ২০১৯ সালের জানুয়ারি মাসে কেউ নিহত হয়নি।
জানা যায়, ভারতে সশস্ত্র মাওবাদী আন্দোলন শুরু হয়েছিলো ষাটের দশকে, পশ্চিমবঙ্গ রাজ্যের একটি প্রত্যন্ত গ্রাম থেকে। গ্রামের নাম ছিল নকশালবাড়ী।
সে সময় মাওবাদী বিদ্রোহ দমন করা হলেও 'নকশালবাড়ী আন্দোলন' ভারতের বামপন্থী রাজনীতিতে একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
চার দশকেরও বেশি সময় পরে, সেই নকশালবাড়ী বিদ্রোহ এখন ভারতের বিভিন্ন রাজ্যে সশস্ত্র আন্দোলন হিসেবে ছড়িয়ে পড়েছে। ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ছত্তিশগড় এবং অন্ধ্র প্রদেশে মাওবাদীরা শক্ত ঘাঁটি গড়ে তুলেছে। বিহার এবং উত্তর প্রদেশেও তাদের উপস্থিতি রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন