তাদের ট্যাগলাইন 'সার্ভ ইউ এ টেস্ট অফ হোম'। অর্থাৎ 'আমাদের পরিবেশনে বাড়ির খাবারের স্বাদ'। কিন্তু পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিজ্ঞাপনে এই ট্যাগলাইনের সঙ্গে ব্রেকফাস্টের প্লেটের যে ছবি দেওয়া হয়েছে, তা পুরোদস্তুর ইংরেজি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল একটা চিজ ওমলেট, সসেজ এবং বিন।
আর এরপরই তা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ল পিআইএ। সোশ্যাল মিডিয়ায় পিআইএ'র যে বিজ্ঞাপনটি ছড়িয়েছে, তার বক্তব্য, 'আপনার যখন বাড়ির কথা মনে পড়ে, আমরা তখন বাড়ির খাবারের স্বাদ এনে দিই! একটু লবণ আর একটু মরিচ, আমরা সুস্বাদু খাবারে আপনাদের রসনাকে তৃপ্ত করি, একটা নতুন সকালকে স্বাগত জানাই! ব্রেকফাস্ট উইথ পিআইএ।' সঙ্গে ওই ইংরেজি ব্রেকফাস্টের ছবি।
অনেকেই প্রশ্ন তুলেছেন, বাড়ির খাবারের স্বাদই যদি দিতে হয়, তবে হালুয়া বা ডিম-পরোটা নয় কেন? একজন টুইট করেন, 'সসেজ আর বিন কি ঐতিহ্যবাহী পাকিস্তানি প্রাতরাশ? আমার মনে হয়, আপনাদের একটু ঐতিহ্য-শিক্ষার প্রয়োজন রয়েছে। আমাদের এ সব নয়, ডিম-পরোটা চাই।' অন্যজনের বক্তব্য, 'হঠাৎ ব্রিটিশ হওয়ার ইচ্ছে কেন? হালুয়া কি কম পড়েছে?'
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর