রাজধানী কাঠমান্ডু থেকে শিগগির ভারত এবং চীনে রেল যোগাযোগ স্থাপন করবে হিমালয়ের দেশ নেপাল।
এ ব্যাপারে শুক্রবার নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি জানিয়েছেন, ভারত এবং চীনের সঙ্গে কাঠমান্ডুর রেল যোগাযোগ স্থাপন করবে নেপাল। এর জন্য রেলপথ নির্মাণের পরিকল্পনা শুরু করেছে কাঠমান্ডু। আগামী দুই বছরের মধ্যে রেলপথ নির্মাণ কাজ শুরু হবে।
নেপালের পার্লামেন্টে প্রেসিডেন্ট বলেন, ভারত ও চীন উভয়কে কাঠমান্ডুর সঙ্গে সংযুক্ত করা হবে বীরগঞ্জ সীমান্ত থেকে কাঠমান্ডু এবং রেসুওগাধি সীমান্ত থেকে কাঠমান্ডুতে রেলপথ নির্মাণ করে। এর জন্য বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরি করা হবে। এছাড়া এর নির্মাণ কাজ দুই বছরের মধ্যে শুরু করা হবে।
এসময় বিদ্যা দেবী ভান্ডারি আরও একটি বিষয় নিশ্চিত করে বলেন, আগামী অর্থবছরে নেপাল ও ভারতের মধ্যে প্রথম ট্রান্স সীমান্ত রেলওয়ে করার পরিকল্পনা হাতে নেওয়া হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ