বিশ্ব শান্তির জন্য একত্রে কাজ করতে জাপানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির নতুন সম্রাট নারুহিতো। গত বুধবার জাপানের ১২৬তম সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণের পর শনিবার জনসম্মুখে দেয়া প্রথম ভাষণে তিনি এ আহ্বান জানান। এ সময় হাজার হাজার জনতা করতালি দিয়ে ও পতাকা নেড়ে তাকে অভিনন্দন জানান।
৫৯ বছর বয়সী নারুহিতো বলেন, ‘আমি আন্তরিকভাবে আশা করছি যে, আমাদের দেশ বিশ্বের অন্যান্য দেশের সাথে হাতে হাত রেখে বিশ্ব শান্তি ও ভবিষ্যত উন্নয়নের জন্য কাজ করুক।’
এদিন, সকালে কোট পরিধান করে ইম্পেরিয়াল প্যালেসের গ্লাস-বেষ্টিত একটি বারান্দায় হাজির হন নারুহিতো। এসময় তার পাশে সম্রাজ্ঞীসহ রাজপরিবারের অন্য প্রাপ্তবয়স্ক সদস্যরা ছিলেন। তবে সেখানে উপস্থিত ছিলেন না সদ্য অবসর নেয়া সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিচিকো।
প্রসঙ্গত, ৮৫ বছর বয়সী আকিহিতো হলেন জাপানের প্রথম সম্রাট, যিনি বিগত ২শ’ বছরের বেশি সময়ের মধ্যে স্বেচ্ছায় সিংহাসনের দায়িত্ব ছেড়ে অবসরে গেলেন।
বিডি-প্রতিদিন/০৪ মে, ২০১৯/মাহবুব