ইসরাইলের শহর ও গ্রামগুলোতে বৃষ্টির মতো রকেট ছুড়েছে ফিলিস্তিন। দেশটির দক্ষিণ ইসরাইলের ভেতরে ৩০ মিনিটের মধ্যে ৯০টি রকেট ছুড়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।
এর আগে ইসরাইলের বিমান হামলায় দুই হামাস যোদ্ধা নিহত হওয়ার খবরে নতুন করে উত্তেজনা দেখা দেশ দু'টির মধ্যে।
শনিবারের এ রকেট হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশকিছু রকেট গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইসরাইল।
এছাড়া রকেট সতর্কতা জারি করলে লোকজন আশ্রয়কেন্দ্রে চলে যান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় অন্তত তিন ফিলিস্তিনি আহত হয়েছেন।
এছাড়াও গাজা সীমান্তে ফিলিস্তিনিদের বসতবাড়িতে ফেরার অধিকার দাবিতে বিক্ষোভে ইসরাইলি স্নাইপারদের গুলিতে অন্তত দুই প্রতিবাদকারী নিহত হয়েছেন।
হামাস ও ইসরাইলের মধ্যে একটি দীর্ঘমেয়াদি অস্ত্রবিরতির চেষ্টা করে যাচ্ছে মিসর। গত একদশকে এই দুই পক্ষের মধ্যে অন্তত তিনটি যুদ্ধের ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন