ফের অস্ত্র পরীক্ষা করল কিমের উত্তর কোরিয়া। ওয়ানসানের পূর্ব উপকূলীয় শহর থেকে একটি শর্ট রেঞ্জের মিসাইল পরীক্ষা করা হয় বলে জানান সাউথ কোরিয়ান জয়েন্ট চিফস্ অব স্টাফসবা জেসিএস।
স্থানীয় সময় অনুযায়ী, শনিবার সকাল ৯.০৬ মিনিট নাগাদ পূর্বের দিকে মিসাইলটি লঞ্চ করা হয়। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া এই মিসাইলটি নিয়ে আরও তথ্য অনুসন্ধানে নেমেছে বলে জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম৷
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে নিরস্ত্রীকরণ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। আর তারই মধ্যে দ্বিতীয়বার মিসাইল পরীক্ষায় নামল উত্তর কোরিয়া। গত ফেব্রুয়ারিতে কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ভিয়েতনামের হানোইয়ে আলোচনা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর