ভারতে বিজেপির বিরুদ্ধে রাফায়েল যদি রাহুলের হাতিয়ার হয় তাহলে কংগ্রেসের বিরুদ্ধে মোদির অস্ত্র বোফর্স। আর সেই বোফর্স কেলেঙ্কারিকে খুঁচিয়ে টেনে এনে দেশটির প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে ‘এক নম্বর দুর্নীতিবাজ’ বললেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে মোদির এই মন্তব্যের তীব্র বিরোধীতা করেছে কংগ্রেস। রাজীব গান্ধীকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী শালীনতার সমস্ত মাত্রা ছাড়িয়েছেন বলে ট্যুইটে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম।
শনিবার উত্তরপ্রদেশের জনসভা থেকে দুর্নীতির প্রশ্নে রাহুল গান্ধীকে ফাঁসাতে গিয়ে রাজীব গান্ধীকে টেনে আনেন মোদি। এসময় তিনি বলেন, ‘‘আপনার বাবাকে তাঁর লোকেরা মিঃ ক্লিন বলে অভিহিত করলেও এক নম্বর দুর্নীতিবাজ হিসাবে তাঁর জীবন শেষ হয়।’’
মোদির আরও অভিযোগ, রাফায়েলের কথা বলে রাহুল গান্ধী বারবার তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে। তিনি বলেন, ‘‘আমার ইমেজ ক্ষুণ্ণ করে, আমাকে ছোট করে ওঁরা দুর্বল সরকার গঠন করতে চাইছে। নামদারের মনে রাখা উচিত মোদি কিন্তু মুখে সোনার চামচ নিয়ে জন্মায়নি না তো তিনি কোনও রাজবংশে জন্মেছেন।’’
এদিকে প্রয়াত প্রধানমন্ত্রী সম্পর্কে মোদির এই মন্তব্য কংগ্রেসে বিরূপ প্রতিক্রিয়া ফেলে। দলের হয়ে আসরে নামেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। মোদির মন্তব্যের তীব্র নিন্দা করেন তিনি। পাশাপাশি তাঁর দাবিকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।
চিদম্বরম জানান, রাজীব গান্ধীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ হাইকোর্ট খারিজ করে দিয়েছে। তিনি বলেন, ‘‘মোদি কি জানেন না রাজীব গান্ধীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন বলে দিল্লি হাইকোর্ট খারিজ করে? তিনি কি জানেন হাইকোর্টের রায়ের বিরোধিতা করে বিজেপি সুপ্রিম কোর্টে যাবে না বলে স্থির করেছে?’’
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন।
বিডি প্রতিদিন/হিমেল