২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বিশ্বের সব জাতি, দেশ এবং অঞ্চলের জন্য স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি বলেন, আমেরিকা যদি আগুনের ভয়ে সত্যিই ভীত থাকে তাহলে তার উচিত হবে শিখা জ্বালিয়ে না রাখা।
ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ায় ইরান সম্প্রতি সমঝোতার ৩৬ নম্বর ধারা অনুসরণ করে সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে বাড়িয়েছে।
এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান আগুন নিয়ে খেলা করছে।" ট্রাম্পের প্রতিক্রিয়ার জবাবে রুহানি এ মন্তব্য করেন।
এ প্রসঙ্গে প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, আমেরিকা পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি পালনে উদ্যোগ নেয়ার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের প্রতি সম্মান দেখালেই কেবল এ আগুন নিভতে পারে। ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাব হিসেবে স্বীকৃতি লাভ করে।
রুহানি আরও বলেন, ওয়াশিংটন যদি মনে করে যে পরমাণু সমঝোতা একটি খারাপ চুক্তি তাহলে ইরান এ সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিতের ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্পের এ প্রতিক্রিয়া ব্যক্ত করার পেছনে কী কারণ থাকতে পারে? অনুরূপভাবে তিনি প্রশ্ন করেন, যদি এ সমঝোতাকে একটি ভালো চুক্তি হিসেবে গণ্য করে এর ওপর ইরানকে অবিচল থাকার পরামর্শ দেয়া হয় তাহলে আমেরিকা এবং ইউরোপ কেন এটি বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে?
প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান কোনো আবেগের বশবর্তী হয়ে পরমাণু সমঝোতার ব্যাপারে পাল্টা পদক্ষেপ নেয় নি। অন্য পক্ষ এ সমঝোতার প্রতি সম্মান দেখালে ইরানও তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলেও জোর দিয়ে উল্লেখ করেন তিনি।
বিডি প্রতিদিন/০৩ জুলাই, ২০১৯/আরাফাত