তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান সম্প্রতি সস্ত্রীক জাপান সফরে গিয়েছিলেন। সফরকালে স্বামীর পাশে তুরস্কের ফার্স্ট লেডি এমাইন এরদোয়ানের হাতে দুর্মূল্যের একটি ব্যাগ দেখা যায়। টোকিওর রাজপ্রাসাদে প্রবেশের সময় এমাইনের ব্যাগ হাতে থাকার ছবি নজর এড়ায়নি। মুহূর্তের মধ্যে তা সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তোলে।
জানা গেছে, ওই হাতব্যাগের মূল্য ৫০ হাজার মার্কিন ডলার। যা নাকি দেশটির ১১ জন নাগরিকের ন্যূনতম বার্ষিক উপার্জনের সমান।
বর্তমানে আর্থিক সঙ্কটের মুখোমুখি তুরস্ক। পণ্যের ঊর্ধ্বমুখী দামের জেরে নাভিশ্বাস সাধারণ মানুষের। সেই অবস্থায় রাজপ্রাসাদ বিলাসিতা ও সৌখিনতা থেকে দূরে থাকতে পারছে না। দেশটির সংবাদমাধ্যমের আশঙ্কা, এভাবে চলতে থাকলে তুরস্কে অতীত বেকারত্বের সব রেকর্ড ছাপিয়ে যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার