১৭ জুলাই, ২০১৯ ০৬:৩২

ইরানে নৃবিজ্ঞানীকে আটকের ঘটনায় ফ্রান্সের উদ্বেগ প্রকাশ

অনলাইন ডেস্ক

ইরানে নৃবিজ্ঞানীকে আটকের ঘটনায় ফ্রান্সের উদ্বেগ প্রকাশ

ফাইল ছবি

ফারিবা আদেলখাহ নামের এক ফরাসি-ইরানি নৃবিজ্ঞানীকে আটক করেছে তেহরান। এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ফারিবা আদেলখাহকে কেন আটক করা হয়েছে এ বিষয়ে কিছু স্পষ্ট করেনি তেহরান।

প্যারিসের পক্ষ থেকে সোমবার ওই নৃবিজ্ঞানীর অবস্থান জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ওই নৃবিজ্ঞানীকে গ্রেফতারের বিষয়টি তেহরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। এরপরই এ বিষয়ে ইরানের কাছে ব্যাখ্যা চেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মঙ্গলবার ইরানের বিচার বিভাগের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, কয়েকদিন আগে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। কিন্তু এটা যে ধরনের মামলা তাতে এ বিষয়ে আর কোনো তথ্য দেয়ার সঠিক সময় এখনও আসেনি। মামলার অগ্রগতির পর আরও তথ্য দেয়া হবে।

 

বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর