Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৮ আগস্ট, ২০১৯ ১৭:৩৫
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯ ১৭:৩৭

সিওলে মোদির বিরুদ্ধে স্লোগান; এগিয়ে গেলেন বিজেপি নেত্রী, অতঃপর? (ভিডিও)

অনলাইন ডেস্ক

সিওলে মোদির বিরুদ্ধে স্লোগান; এগিয়ে গেলেন বিজেপি নেত্রী, অতঃপর? (ভিডিও)

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের রাস্তায় পাকিস্তানের পতাকা হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন একদল পাকিস্তানি সমর্থক। সিওলের ভারতীয় দূতাবাস থেকে ওই সময়েই গাড়িতে করে ফিরছিলেন বিজেপি নেত্রী সাহিজা ইলমি। কিন্তু ভিড়ের মধ্যে থেকে মোদি-বিরোধী স্লোগান শুনেই গাড়ি থেকে নেমে পড়েন সাহিজা। এগিয়ে যান তাদের দিকে। স্পষ্ট বলে দেন, আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করার অধিকার আপনাদের নেই। খবর দ্য ওয়াল এর।

গত শুক্রবার সিওলের রাস্তায় এই ঘটনা ঘটার পর সংবাদ সংস্থা এএনআই-কে সাহিজা বলেন, ওই পরিস্থিতিতে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল ওদের চোখে চোখ রেখে প্রতিবাদ করা। সেটা আমি করেছি। জানা গেছে, সাহিজা-সহ আরও দুই বিজেপি নেতা বিশ্ব নাগরিক মঞ্চের প্রতিনিধি হিসেবে শান্তি ও ঐক্য মঞ্চের সেমিনারে যোগ দিতে সিওল গিয়েছিলেন। তিন মিনিট ২৫ সেকেন্ডের ঐ ভিডিওতে দেখা যাচ্ছে, সাজিয়া ও আরও কয়েকজন একটি ট্যাক্সি থেকে নেমে ওই জমায়েতের দিকে এগিয়ে যাচ্ছেন। 

ভিডিও

বিডি-প্রতিদিন/শফিক


আপনার মন্তব্য