২৪ আগস্ট, ২০১৯ ০৬:০১

কাশ্মীর ইস্যুতে মোদির কাছে জানতে চাইবেন ট্রাম্প!

অনলাইন ডেস্ক

কাশ্মীর ইস্যুতে মোদির কাছে জানতে চাইবেন ট্রাম্প!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আগামী ২৬ আগস্টের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে চাইবেন, কাশ্মীরে উত্তেজনা কমাতে নয়াদিল্লি কী ব্যবস্থা নিচ্ছে। মার্কিন প্রশাসনের এক পদস্থ অফিসার এই কথা জানিয়েছেন। 

ট্রাম্প আগেই বলেছেন, ফ্রান্সে আসন্ন জি-৭ সম্মেলনে মোদির সঙ্গে পার্শ্ববৈঠকে কাশ্মীর নিয়ে কথা বলবেন তিনি। ওই অফিসারের কথায়, ‘‘কাশ্মীরের সাম্প্রতিক ঘটনাবলির পাশাপাশি উপত্যকায় মানবাধিকার রক্ষার জন্য ভারত সরকারে কীভাবে সচেষ্ট, সেটাও জানতে চাওয়া হবে বৈঠকে।’’

গত দু’সপ্তাহে তিন বার কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব-দেওয়া মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক শেষ পর্যন্ত কোন পথে এগোবে, তা আঁচ করতে পারছেন না কূটনৈতিক বিশেষজ্ঞেরা। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, বর্তমান পরিস্থিতিতে এই বৈঠকের গুরুত্ব যথেষ্ট। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর