দক্ষিণ চীন সাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে ব্রিটেনকে কঠোরভাবে সতর্ক করেছে চীন, একইসঙ্গে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করার জোর দাবি জানিয়েছে দেশটি। বেইজিং বলেছে, চীনের পানিসীমায় ব্রিটিশ জাহাজ পাঠানো তা মেনে নেবে না চীন সরকার। চীনের স্পার্টলি দ্বীপপুঞ্জের কাছে লন্ডন বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর কথা চিন্তা করছে বলে গণমাধ্যমে খবর বের হওয়ার পর ব্রিটেনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এ হুঁশিয়ারি দেন।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্রিটিশ সরকার এইচএমএস কুইন এলিজাবেথ জাহাজকে চীনা পানিসীমার কাছে পাঠানোর বিষয়টি বিবেচনা করছে এবং এই জাহাজে মার্কিন যুদ্ধবিমান থাকবে। এ খবরের বিষয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, অন্যের জন্য ব্রিটিশ সরকারের এই নোংরা খেলায় যুক্ত হওয়া উচিত হবে না। লন্ডনে ডিফেন্স কোরেসন্ডেন্ট এসোসিয়েশনে বক্তৃতা দেয়ার সময় চীনা রাষ্ট্রদূত এসব কথা বলেন। এদিকে, ব্রিটেনে নিযুক্ত চীনের সামরিক অ্যাটাশে মেজর জেনারেল সু গুয়াংহুয়ি ব্রিটেনকে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ ধরনের যুদ্ধজাহাজ পাঠালে লন্ডন সশস্ত্র জবাবের মুখোমুখি হবে। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক