আফগানিস্তানের তালেবান এবং মার্কিন সরকারের মধ্যে কথিত শান্তি আলোচনায় যে অচলাবস্থা দেখা দিয়েছে তা ভাঙার চেষ্টা করছে পাকিস্তান। এরইমধ্যে পাকিস্তানের পক্ষ থেকে তালেবান এবং আমেরিকার মধ্যে প্রথম পর্বের আলোচনার ব্যবস্থা করা হয়েছে। রাজধানী ইসলামাবাদে সম্প্রতি ওই বৈঠক হয়।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে দেয়ার পর দুপক্ষের মধ্যে শান্তি চুক্তি নিয়ে অচলাবস্থা তৈরি হয়।মার্কিন সরকারের বিশেষ প্রতিনিধি জালমে খালিলজাদ এবং তালেবান প্রতিনিধিদের মধ্যে রাজধানী ইসলামাবাদে বৈঠক অনুষ্ঠানের কথা নিশ্চিত করেছেন পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তা। প্রভাবশালী ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, তালেবান প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন মোল্লা আবদুল গণি বারাদার। তালেবান প্রতিনিধিদল খালিলযাদের সঙ্গে এ দফায় দুইদিন বৈঠক করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের ওই কর্মকর্তা বলেছেন, বৃহস্পতিবার ইসলামাবাদে দুই ঘণ্টা বৈঠক হয়, এরপর শুক্রবার আবার বৈঠকে বসে দু পক্ষ। গত মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের বোমা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনা বাতিল করে দেন। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক