আরও দুই পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। পাকিস্তানের পক্ষ থেকে তাদের জীবন বাঁচানোর অনুরোধ করা হয়েছিল। সে অনুরোধ উপেক্ষা করে ওই দুই পাকিস্তানি নাগরিকের শিরশ্ছেদ করেছে সৌদি। যদিও ওই দুই পাকিস্তানির কী অপরাধ ছিল সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।
গতকাল বুধবার ইরানের সংবাদসংস্থা ইরনা এ খবর প্রকাশ করেছে। পাকিস্তানে ২ হাজার ১০৭ জন পাকিস্তানি নাগরিক বন্দী আছেন। তাদেরকে নিজ দেশে পাঠানোর ঘোষণা দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কিন্তু গত ফেব্রুয়ারিতে সে ঘোষণা আসলেও এখন পর্যন্ত মাত্র ২৫০ বন্দীকে পাকিস্তানে পাঠানো হয়েছে।
এর আগে গত এপ্রিলে পাকিস্তানি দম্পতির শিরশ্ছেদ করে সৌদি আরব। তারা হেরোইন চোরাচালান করছিলেন বলে অভিযোগ আনা হয়েছিল।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের হিসাব বলছে, সৌদি আরব চলতি বছরে এ পর্যন্ত ১৩৪ জনের শিরশ্ছেদ করেছে। এর মধ্যে ২১ পাকিস্তানি, ১৫ ইয়েমেনি, ৫ সিরিয়ান, ৪ মিসর, ২ জর্ডান, দুজন নাইজেরিয়ান এবং একজন সোমালিয়ান। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিডি প্রতিদিন/ফারজানা