পূর্ব জেরুজালেম-সংযুক্ত আল-আকসা মসজিদে গিয়ে ফিলিস্তিনিদের ক্ষোভ জাগিয়ে তুলেছেন সৌদি প্রতিনিধিরা। ফিলিস্তিনিরা রামাল্লায় মঙ্গলবার সৌদি ফুটবল দলের সঙ্গে একটি ম্যাচ খেলবেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও পরের বছরের এশিয়া কাপের বাছাইপর্বের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শহরটিতে।-খবর মিডল ইস্ট আই'র।
এর মধ্যে দিয়ে সৌদি প্রতিনিধিরা প্রথমবারের মতো অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ করলেন। ফিলিস্তিনি কর্মকর্তা ও সাদা পোশাকের নিরাপত্তা কর্মীদের সঙ্গে নিয়ে সৌদি টিম ব্যবস্থাপনার ১৩ সদস্য সোমবার আল-আকসা পরিদর্শন করেন।
এদিকে, ইসলামের অন্যতম এই পবিত্র স্থানটিতে তাদের সফরের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি মুসল্লিরা। এসময় সৌদি প্রতিনিধিদের কাছ থেকে মুসল্লিদের দূরে সরিয়ে রাখে নিরাপত্তা কর্মীরা। সৌদিদের সঙ্গে মুসল্লিদের আলাপ করতেও দেয়া হয়নি।
এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যমের খবর বলছে, এই সফরের সময় আল-আকসা থেকে তিন ফিলিস্তিনিকে আটক করে দখলদার ইসরায়েলি বাহিনী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ