১৫ অক্টোবর, ২০১৯ ১১:৪১

জাপানে টাইফুন হাগিবিসের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৫৬

অনলাইন ডেস্ক

জাপানে টাইফুন হাগিবিসের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৫৬

সংগৃহীত ছবি

গত ছয় দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন হাগিবিসের আঘাতে জাপানের রাজধানী টোকিও ও পার্শ্ববর্তী উত্তর-পূর্ব অঞ্চল লণ্ডভণ্ড হয়েছে। এ পর্যন্ত অন্তত ৫৬ জনের লাশ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদসংস্থাগুলো। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৬ জন। 

এদিকে উদ্ধার তৎপরতাকে বেগবান করতে সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ড ও দমকল বাহিনীসহ প্রায় ১ লাখ ১০ হাজার উদ্ধারকর্মী নামিয়েছেন জাপান সরকার।

এর আগে শনিবার দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে টোকিওর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ইজু পিনিনসুলাতে প্রথম আঘাত হানে হাজিবিস। পরদিন সকালে এটি জাপান দ্বীপের পূর্ব উপকূল ধরে এগিয়ে যায়। এ সময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় সর্বোচ্চ ২২৫ কিলোমিটার (১৪০মাইল)।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর