১৬ অক্টোবর, ২০১৯ ১৩:২৯

মানবিজের পূর্ণ নিয়ন্ত্রণ নিল সিরিয়ার সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

মানবিজের পূর্ণ নিয়ন্ত্রণ নিল সিরিয়ার সেনাবাহিনী

মার্কিন বাহিনীর সেনা প্রত্যাহারের ঘোষণার পর সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের মানবিজ শহরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে দেশটির সরকারি বাহিনী।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, মানবিজ ও এর আশেপাশের বিশাল এলাকায় সিরীয় সেনা মোতায়েন করা হয়েছে। শহরের কেন্দ্রস্থলে সমবেত হয়ে স্থানীয়রা সেনাবাহিনীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় তাদের হাতে ছিল সিরিয়ার জাতীয় পতাকা। তুর্কি বাহিনী মানবিজে প্রবেশের আগেই সেখানকার নিয়ন্ত্রণ নিল সিরিয়ার সরকারি বাহিনী।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মানবিজ এবং এর আশেপাশের প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকা এখন পুরোপুরি সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। একইসঙ্গে সিরিয়ার সেনাবাহিনী তাবকা বিমানঘাঁটি, দুটি বিদ্যুৎ কেন্দ্র এবং ফুরাত নদীর কয়েকটি ব্রিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

তুরস্কের সেনাবাহিনী যাতে শহরের প্রবেশ করতে না পারে সেজন্য আগেভাগেই শহরটিতে ঢুকেছে সিরীয় সেনারা। গত মঙ্গলবার মানবিজ শহর থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় মার্কিন বাহিনী।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর