১৬ অক্টোবর, ২০১৯ ১৪:০৮

ডাক্তারকে ধর্ষণের অভিযোগ রাজনৈতিক নেতার বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

ডাক্তারকে ধর্ষণের অভিযোগ রাজনৈতিক নেতার বিরুদ্ধে

প্রতীকী ছবি

ভারতের অরুণাচল প্রদেশের বিজেপি (ভারতের ক্ষমতাসীন দল) বিধায়ক গোরুক পোরদুং-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, গত ১২ অক্টোবর গোরুক পোরদুং এক নারী ডাক্তারকে হোটেলের ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

ভারতীয় গণমাধ্যমে খবর, অরুণাচল প্রদেশের বামং বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচিত গোরুক পোরদুং। বিবাহিত ওই নারী ডাক্তারের অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ইটানগর ক্যাপিটাল কমপ্লেক্সের পুলিশ সুপার টুম্মে আমো। তিনি জানান, 'নিজের বয়ানে ওই নারী বলেন যে তিনি স্বেচ্ছায় গোরুক পোরদুং-এর সঙ্গে হোটেলে গিয়েছিলেন। সেই কারণেই এটি ধর্ষণ না সম্মতিতে শারীরিক সম্পর্ক সেটাই খতিয়ে দেখছিলাম আমরা। সেই কারণেই এফআইআর নিতে দেরি হয়।'

ওই ডাক্তারের বিরুদ্ধেও পাল্টা এফআইআর দায়ের করেছে গোরুক পোরদুং। ওই নারী তার সঙ্গে দেখা করে তাকে প্রলুব্ধ করেন বলে অভিযোগ বিজেপি বিধায়কের। তার ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে বলে দাবি গোরুক পোরদুং-এর।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর