রাজধানীর যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ আরও দুজন।
বুধবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। আহত দুজন হলেন সোহেল হোসেন (৩০) ও খাদিজা আক্তার (২৫)।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর সোহেলের অবস্থা খারাপ হওয়ায় তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম