১৭ অক্টোবর, ২০১৯ ১২:৪৩

বিবাহ বিচ্ছেদের আবেদন সেই ইলহান ওমরের

অনলাইন ডেস্ক

বিবাহ বিচ্ছেদের আবেদন সেই ইলহান ওমরের

ইলহান ওমর

ইলহান ওমর, মার্কিন প্রতিনিধি পরিষদের প্রথম মুসলমান নারী সদস্য। সম্প্রতি তিনি তার স্বামী আহমেদ হিরসির কাছ থেকে বিচ্ছেদের আবেদন করেছেন। তাদের সংসারের এই ভাঙন মেরামত করা অসম্ভব বলে দাবি করেন তিনি।

গত আগস্ট থেকেই এই দম্পতির মধ্যে কলহের খবর শোনা যাচ্ছিল। রাজনৈতিক পরামর্শক টিমথি মিনাটের সঙ্গে সম্পর্কে জাড়িয়ে পড়েছেন বলে ইলহানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।

কংগ্রেস দলীয় এই নারী রাজনীতিবিদের নির্বাচনী প্রচারে কাজ করছেন টিমথি। তবে এ ব্যাপারে সোমালিয়া বংশোদ্ভূত ইলহান কিংবা মিনাটের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

৩৭ বছর বয়সী ইলহান ওমর ও তার চেয়ে দুই বছরের বড় হিরসির সংসারে তিনটি সন্তান রয়েছে। ইতোমধ্যে বিবাহবিচ্ছেদের আবেদন করা হয়েছে।

২০০২ সালে ধর্মীয় উৎসবের মাধ্যমে তাদের প্রথম বিয়ে হয়েছিল। তখন ইলহানের বয়স ছিল ১৯।

বনিবনা না হওয়ায় এক পর্যায়ে তারা আলাদা হয়ে যান। তখন ব্রিটেনে জন্ম নেয়া আহমেদ নুর সাঈদ এলমি নামের একজনকে বিয়ে করেছিলেন ইলহান।

কিন্তু তার সঙ্গেও বিচ্ছেদ ঘটে ইলহানের। পরবর্তীতে ২০১৮ সালে ফের হিরসিকে বিয়ে করেন ইলহান।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর