মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। দুর্ঘটনায় তিনি তার কনুই এবং হাটুতে সামান্য আঘাত পেয়েছেন।
বৃহস্পতিবার তার এক সহকারী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র সালভাদর পানেলো জানান, প্রেসিডেন্ট দুতের্তে নিজেই ওই মোটরসাইকেল চালিয়ে প্রেসিডেন্ট কমপ্লেক্সে আসছিলেন। মেলাকানাং প্রেসিডেন্ট প্রাসাদের কম্পাউন্ডে দুতের্তে এ দুর্ঘটনায় পড়েন।
ফিলিপাইনের একজন সিনেটর জানিয়েছেন, বুধবার দুর্ঘটনায় আহত হলেও প্রেসিডেন্ট দুতের্তেকে হাসপাতালে ভর্তি করা হয়নি।
প্রেসিডেন্টের স্ত্রী সিলিতো অ্যাভানসেনা জানিয়েছেন, দুর্ঘটনার যে ক্ষতি হয়েছে তাতে চিন্তিত হওয়ার কিছু নেই এবং বড় ধরনের কোনো চিকিৎসাও লাগবে না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন