১৮ অক্টোবর, ২০১৯ ১০:৩৭

সিরিয়ায় যুদ্ধবিরতিতে সম্মত তুরস্ক

অনলাইন ডেস্ক

সিরিয়ায় যুদ্ধবিরতিতে সম্মত তুরস্ক

কুর্দি সেনাদের সরে যাওয়ার সুযোগ দিতে সিরিয়ার উত্তরে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তুরস্ক। আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। খবর বিবিসি’র।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, পাঁচ দিনের জন্য অস্ত্র বিরতি থাকবে। এই সময়ের মধ্যে সিরিয়া সীমান্তে তুরস্কের দাবি করা ‘নিরাপদ জোন’ থেকে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে।

তবে কুর্দি ওয়াইপিজে বাহিনী এতে পুরোপুরি সম্মত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

ওয়াইপিজে কমান্ডার মাজলুম কোবানি জানিয়েছেন, কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সীমান্তের যেখানে তীব্র লড়াই চলছে সেই রাস আল-আইন ও তাল আবায়েদে চুক্তির বাস্তবায়নের ওপর নজর রাখবে।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও রাস আল-আইনে লড়াই চলছে। গত আট দিনে যুদ্ধে ৭২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে তিন লাখ মানুষ।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর