১৮ অক্টোবর, ২০১৯ ১৯:১৩

উত্তর প্রদেশে কলেজ-বিশ্ববিদ্যালয়ে মোবাইল নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

উত্তর প্রদেশে কলেজ-বিশ্ববিদ্যালয়ে মোবাইল নিষিদ্ধ

ভারতের উত্তর প্রদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে রাজ্যের উচ্চশিক্ষা অধিদপ্তর। এ নিষেধাজ্ঞার আওতায় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও থাকছেন। 

সরকারি ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ও কলেজের ভেতরে মোবাইল ফোন ব্যবহার একেবারে নিষিদ্ধ! এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের কেউই পাঠদানের সময় মোবাইল ব্যবহার করতে পারবেন না। এমনকি মোবাইল নিয়েও আসতে পারবেন না ক্যাম্পাসে!

বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ আরও ভালো করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে যোগী আদিত্যনাথ সরকার।

শিক্ষাপ্রতিষ্ঠানের চত্বরের মধ্যেই মোবাইল ফোন নিয়ে আসা বা তা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না আর। এই নিষেধাজ্ঞা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজের সমস্ত পড়ুয়া তথা সমস্ত শিক্ষকদের জন্যও প্রযোজ্য।

এক পর্যবেক্ষণে রাজ্য সরকার অনুধাবন করেছে যে, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং শিক্ষক পাঠদানকালীন সময়ে মোবাইলে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেন।

সম্প্রতি গুরুত্বপূর্ণ বৈঠকের সময় কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পড়তে ব্যস্ত থাকতে দেখা যায়। এরপরই রাজ্য সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হলো। সূত্র : এনডিটিভি


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর