১৮ অক্টোবর, ২০১৯ ১৯:৪৭

রাশিয়ায় ট্রেন থেকে নেমেই আটক হলেন ৩ মার্কিন কূটনীতিক

অনলাইন ডেস্ক

রাশিয়ায় ট্রেন থেকে নেমেই আটক হলেন ৩ মার্কিন কূটনীতিক

রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চলে রহস্যে ঘেরা সামরিক স্থাপনার কাছাকাছি একটি এলাকা থেকে তিন মার্কিন কূটনীতিককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার দেশটির সেভেরোডনিস্ক শহরের কাছে তাদেরকে আটক করা হয়। আটকের বিষয়টি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

এর আগে সেখানে আগস্ট মাসে রহস্যজনভাবে বিস্ফোরণের ফলে তীব্র রেডিয়েশন বের হচ্ছে। ওই বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ট্রেন থেকে নামার পরই ওই কূটনীতিকদের আটক করে রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যথাযথ অনুমতি নিয়েই রাষ্ট্রীয় সফরে সেখানে মার্কিন কূটনীতিকরা গেছেন বলে দাবি করেছে মার্কিন প্রশাসন। 

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘মার্কিন কূটনীতিকরা রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেছেন। তারা রুশ কর্তৃপক্ষকে এ সফরের ব্যাপারে যথাযথভাবে জানিয়েও রেখেছিলেন।’

রাশিয়ায় গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার গার্ডিয়ান জানিয়েছে, ওই এলাকায় তিন কূটনৈতিকের ভ্রমণের কাগজ যথার্থ ছিল না।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের গন্তব্যের অন্য একটি শহরের নাম বলেছে এবং স্পষ্টতই তারা হারিয়ে গেছে।

রাশিয়ার কর্তৃপক্ষ বলেছে, সেভেরোডনিস্ক শহরের কাছে সোমবার তাদের একটি ট্রেন থেকে আটক করা হয়েছে। সেখানে রকেট পরীক্ষা কেন্দ্রের একিট ইঞ্জিন দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক অঞ্চলে ভ্রমণ করার কারণে প্রশাসনিক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন তারা।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর