২৩ অক্টোবর, ২০১৯ ০৮:২৬

সীমান্ত থেকে কুর্দি যোদ্ধাদের সরিয়ে নিতে রুশ-তুর্কি ঐক্যমত

অনলাইন ডেস্ক

সীমান্ত থেকে কুর্দি যোদ্ধাদের সরিয়ে নিতে রুশ-তুর্কি ঐক্যমত

তুর্কি সীমান্ত থেকে কুর্দি যোদ্ধাদের সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে তুরস্কের অভিযানের পরিপ্রেক্ষিতে প্রায় সাত ঘণ্টার বৈঠকের পর তারা এ সিদ্ধান্ত নেন। 

মঙ্গলবার (২২ অক্টোবর) রাশিয়ার সোচিতে তারা এ বৈঠকে মিলিত হয়েছিলেন। খবর ওয়াশিংটন পোস্ট'র।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এরদোগান জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়া ও তুরস্ক সিরিয়ার ভূখণ্ডে কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী তৎপরতার অনুমতি দেবেনা। পাশাপাশি তিনি নতুন করে ১৫০ ঘণ্টার সময়সীমা ঘোষণা করেন, যার মধ্যে কুর্দি জনগণ প্রতিরক্ষা ইউনিটের (ওয়াইপিজি) যোদ্ধারা তুর্কি সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে সরে যাবেন।

তিনি বলেন, বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১৫০ ঘণ্টা সময় শুরু হবে, যার মধ্যে ওয়াইপিজি সন্ত্রাসী ও তাদের অস্ত্রশস্ত্র ৩০ কিলোমিটার স্থান থেকে দূরে সরিয়ে নিতে হবে। ১৫০ ঘণ্টার সময়সীমার পরে তুরস্ক ও রাশিয়া যৌথভাবে তুরস্কের বর্তমান অভিযানের স্থানের পূর্ব-পশ্চিমের ১০ কিলোমিটার জুড়ে টহল দেবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর