৯ নভেম্বর, ২০১৯ ১১:২৫

ভারতজুড়ে কড়া নিরাপত্তা, বাবরি মসজিদ মামলার রায়ের আগে যা বললেন মোদি

অনলাইন ডেস্ক

ভারতজুড়ে কড়া নিরাপত্তা, বাবরি মসজিদ মামলার রায়ের আগে যা বললেন মোদি

নরেন্দ্র মোদি

বাবরি মসজিদ মামলার রায়কে কেন্দ্র করে ভারতজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দেশটির সরকার। 

এদিকে, রায়ের আগে দেশবাসীর কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, এই মামলার রায় কারো জয় বা পরাজয় নয়।

শনিবার এই মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ। তার আগে শুক্রবার রাতে একাধিক টুইট করেন প্রধানমন্ত্রী।

হিন্দিতে লেখা ওই টুইটগুলোর একটিতে তিনি লিখেছেন, ‘আগামীকাল (শনিবার) অযোধ্যা মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট। গত কয়েক মাস ধরে এই মামলার লাগাতার শুনানি চলছিল। গোটা দেশের নজর ছিল এই মামলার ওপর। সমাজের সবে স্তরের মানুষের কাছে আহ্বান, শান্তির পরিবেশ বজায় রাখুন।

আরকেটি টুইটে মোদি বলেন, অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্ট যা রায় দেবে, তাতে কারো জয় বা পরাজয় হবে না। দেশবাসীর কাছে আবেদন, এই মামলায় যে রায়ই আসুক, দেশের ঐতিহ্য অনুযায়ী শান্তি বজায় রাখাটাই আমাদের মূল কর্তব্য হবে।’

তার মতে, দীর্ঘ দিন ধরে এই মামলার শুনানি চলাকালীন দেশের সর্ব স্তরের মানুষজন যেভাবে শান্তি ও সম্প্রীতি বজায় রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর