১৩ নভেম্বর, ২০১৯ ০৮:৫০

ট্রাম্পের অভিসংশন তদন্তের প্রথম প্রকাশ্য শুনানি আজ

অনলাইন ডেস্ক

ট্রাম্পের অভিসংশন তদন্তের প্রথম প্রকাশ্য শুনানি আজ

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিসংশন তদন্তের প্রথম প্রকাশ্য শুনানি আজ। মার্কিন কংগ্রেসের কার্যালয় ক্যাপিটাল হিলে স্থানীয় সময় বুধবার সকাল ১০টার দিকে শুরু হবে শুনানি। পুরো প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হবে গণমাধ্যমে।

ডেমোক্রাটদের সভাপতি অ্যাডাম শিফ এবং রিপাবলিকান সভাপতি ডেভিন নুন্সের নেতৃত্বে শুনানি পরিচালনা করবে হাউজ অব কমন্সের তদন্ত কমিটির আইনজীবীরা। প্রকাশ্য শুনানির প্রথম দিন সাক্ষ্য দেবেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম টেলর জুনিয়র এবং ইউক্রেন বিষয়ক মার্কিন উপদেষ্টা জর্জ কেন্ট।

বুধবারের পর শুক্রবার শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর