১৩ নভেম্বর, ২০১৯ ১৪:৩০

সেই বিতর্কিত ভিডিও সরিয়ে নিল সৌদি আরব

অনলাইন ডেস্ক

সেই বিতর্কিত ভিডিও সরিয়ে নিল সৌদি আরব

সৌদি আরবের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর টুইটার অ্যাকাউন্ট থেকে গত সপ্তাহে একটি ভিডিও পোস্ট করা হয়। তাতে নারী স্বাধীনতার ভাবনা, পশ্চিমা আদর্শের অনুসরণ, সমকামিতা, ঈশ্বরে অবিশ্বাসকে ‘উগ্রপন্থা’ বলে আখ্যা দিয়ে সতর্ক করা হয়। ভিডিওতে নারীবাদকে উগ্রপন্থা আখ্যা দেয়ায় এ নিয়ে বিতর্ক শুরু হয়। অব্যাহত সমালোচনার মুখে মঙ্গলবার ভিডিও পোস্টটি মুছে ফেলা হয়।

ভিডিওতে আরবিতে বলা হয়, মাতৃভূমির সম্মানের বিনিময়ে কিছু করা হলে সেটি উগ্রপন্থার নামান্তর এবং তা অগ্রহণযোগ্য। 

সৌদির আইন অনুযায়ী, ‘চরমপন্থী’ তালিকাভুক্ত সংগঠনগুলিকে সমর্থনের শাস্তি কারাদণ্ড। সমকামিতা ও নাস্তিকতা বেআইনি এবং তার শাস্তিও মৃত্যুদণ্ড। গণ-বিক্ষোভ বা কোনও রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ সে দেশে। 
       

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর