মিসরের শারম আল শেখ বিমানবন্দরে অবতরণের পরপরই একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিমানের ১৯৬ আরোহী।
বুধবার ইউক্রেন থেকে শারম আল শেখ বিমানবন্দরে ১৯৬ আরোহীবাহী বিমানটি অবতরণের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিমানটিতে ১৮৯ যাত্রী ও সাত ক্রু ছিলেন।
ইউক্রেন থেকে স্কাইআপ এয়ারলাইন্সের বোয়িং৭৩৭-৮০০ বিমানটি সমুদ্র তীরবর্তী ওই বিমানবন্দরে অবতরণের সময় আগুন ধরে যায়। তবে বিমানবন্দরের জরুরি সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। বিমানের যাত্রী ও ক্রুদের নিরাপদে বের করে আনা হয়।
অবতরণের বিমানটির হাইড্রোলিক ফ্লুইড লিকেজ হয়। ফলে বিমানটির হট ব্রেকে সেই ফ্লুইড ছড়িয়ে পড়ায় দ্রুত আগুন ধরলে এ ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন