শবরীমালা মন্দিরে সববয়সী নারীদের প্রবেশাধিকার নিয়ে আজ রায় দেবে ভারতের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ রায় ঘোষণা করবেন।
সব বয়সের মহিলারা শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন না- শতাব্দীপ্রাচীন এ প্রথাকে ভেঙে গত বছর রায় দিয়েছিল শীর্ষ আদালত। কেরালা সরকার সেই রায়কে স্বাগতও জানিয়েছিল।
তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে রিট পিটিশন দাখিল করে মন্দির পরিচালন কমিটি। তাদের দাবি ছিল, শতাব্দীপ্রাচীন প্রথা ও বিশ্বাসে হস্তক্ষেপ করতে পারে না আদালত।
বিডি প্রতিদিন/ফারজানা