১৪ নভেম্বর, ২০১৯ ১৫:২১

ইসরায়েলকে দখলদারিত্বের মনোভাব ছাড়তে হবে : তুরস্ক

অনলাইন ডেস্ক

ইসরায়েলকে দখলদারিত্বের মনোভাব ছাড়তে হবে : তুরস্ক

তুরস্ক অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হানাদার বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বুধবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরাইলকে আগ্রাসন ও দখলদারিত্বের মনোভাব ছাড়তে হবে। 

ফিলিস্তিনে দখলদার ইসরাইলের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে আংকারা জানায়, গাজায় হামলা চালিয়ে নিরাপদ ফিলিস্তিনি ভাই-বোনদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল। ইসরাইলি আগ্রাসন ও দখলদারিত্বের বিরুদ্ধে বিশ্বকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তাদের আগ্রাসী ও দখলদারিত্বের মনোভাব ত্যাগেরও আহ্বান জানিয়েছে তুরস্ক।

উল্লেখ্য, ফিলিস্তিনে গত ৫২ বছর ধরে দখলদারিত্ব চালাচ্ছে ইসরাইল। যা আধুনিক ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের আগ্রাসন। ইসরাইলি হানাদার বাহিনীর বিমান হামলায় গত তিন দিনে ৩২ জন নিহত হয়েছেন। সূত্র : আনাদুলু অনলাইন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর