বাহরাইনের ইসলামি আন্দোলনের প্রধান নেতা শেইখ ঈসা কাসিম বলেছেন, ফিলিস্তিনকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে যে ঐক্য গড়ে উঠছে তা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিজয় এনে দেবে। বৃহস্পতিবার তেহরানে আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের অবকাশে এ কথা বলেন তিনি।
বাহরাইনের এই নেতা আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতেও যদি মুসলমানরা ঐক্যবদ্ধ না হন তাহলে আর কখনোই তারা ঐক্যবদ্ধ হতে পারবে না। ইসলামের পথে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের সম্মানে ঐক্য জোরদারের আহ্বান জানান তিনি।
চলমান ৩৩তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের ৪০০ জন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলেম যোগ দিচ্ছেন। তারা ইসলামি ঐক্যের প্রয়োজনীয়তা ও উপায় নিয়ে আলোচনা করবেন। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে।
বিডি প্রতিদিন/আরাফাত