যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘পাগলা কুকুর’ আখ্যা দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা উচিত বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ‘খুনি স্বৈরশাসক’ উল্লেখ করে বাইডেনের বক্তব্যের জবাবে মন্তব্যর্ধ্মী এক প্রতিবেদনে এ কথা বলেছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।
প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন একজন ধূর্ত প্রকৃতি লোক, উনি ক্ষমতার লোভে উন্মাদ হয়ে গেছেন। ক্ষমতা ও অর্থের লোভে উনি এখন অন্যের গলা চেপে ধরতে চায়। পিটুনিতে হত্যার শিকার হওয়াই এখন তার প্রাপ্য।
কেসিএনএ’র প্রতিবেদনে আরও বলা হয়, “কাককে যতই ধোয়া হক না কেন, এটা কখনও সাদা হয় না।”
সূত্র: ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স।
বিডি প্রতিদিন/কালাম