১৪ ডিসেম্বর, ২০১৯ ০১:২৮

ইসরায়েলের জন্য বিপদ হতে পেরে আমরা গর্বিত : হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক

ইসরায়েলের জন্য বিপদ হতে পেরে আমরা গর্বিত : হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিপদ হিসেবে গণ্য হতে পেরে আমরা গর্বিত। তিনি শুক্রবার রাতে এক টিভি ভাষণে এ কথা বলেন।

নাসরুল্লাহ আরও বলেছেন, লেবাননে চলমান বিক্ষোভ মিছিলকে নিজের স্বার্থে অপব্যবহারের চেষ্টা করছে আমেরিকা, বিক্ষোভকারীদের দাবি বা প্রত্যাশার কোনো গুরুত্ব তাদের কাছে নেই।

তিনি বলেন, বিক্ষোভকারীদের জন্য আমেরিকার মন কাঁদছে এমনটি নয়। যখনই দেখবেন আমেরিকা বিশ্বের কোনো দেশের কোনো দল বা গোষ্ঠীর পক্ষে কথা বলছে অথবা কোনো ইস্যুতে অবস্থান গ্রহণ করছে তখনি বুঝবেন সেখানে তাদের স্বার্থ আছে এবং তারা ওই দেশের জনগণের স্বার্থে নয় বরং মার্কিন স্বার্থে কথা বলছে ও কাজ করছে।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, আমেরিকা হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। তারা এখন লেবাননের জনগণের নানা সমস্যাকে অপব্যবহার করে লক্ষ্য হাসিলের পায়তারা করছে। তিনি লেবাননে বিভিন্ন দলের অংশগ্রহণে সরকার গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর