১৪ ডিসেম্বর, ২০১৯ ০৬:৫৫

'ড্রোনের মাধ্যমে পার্সেল পাঠাবে ইরান'

অনলাইন ডেস্ক

'ড্রোনের মাধ্যমে পার্সেল পাঠাবে ইরান'

জাহরোমি

ইরানের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি বলেছেন, পাইলট বিহীন বিমান বা ড্রোনের সাহায্যে পার্সেল পৌঁছে দেয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ইরানের যে কোনো প্রান্তে এই সেবা দেয়া সম্ভব বলে তিনি জানান। জাহরোমি এক টুইটে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ওষুধসহ বিভিন্ন পার্সেল দ্রুত পৌঁছে দিতে ড্রোন সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষকরে হাসপাতাল ও দ্বীপগুলোতে ওষুধ পৌঁছানোর ক্ষেত্রে ড্রোনের ব্যবহারে মানুষ উপকৃত হবে। বর্তমানে বিশ্বের খুব কম দেশেই এই ব্যবস্থা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ডাক বিভাগের কার্যক্রমকে জোরদার করতে আরও কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন ইরানের এই মন্ত্রী। তিনি বলেন, 'পোস্ট প্লাস' নামের একটি সার্ভিস উদ্বোধন উপলক্ষে আগামীকাল ১৪ ডিসেম্বর বিনামূল্যে চিঠি পাঠানোর সুযোগ রাখা হচ্ছে। যে কেউ এই সুযোগ নিতে পারেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর