১৪ ডিসেম্বর, ২০১৯ ১২:০৫

অস্ট্রেলিয়াজুড়ে অস্বাভাবিক তাপমাত্রা, রেকর্ডের আশঙ্কা

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়াজুড়ে অস্বাভাবিক তাপমাত্রা, রেকর্ডের আশঙ্কা

প্রতীকী ছবি

বিশ্বের অনেক দেশ যখন শীতে কাঁপছে, তখন গরমে পুড়ছে অস্ট্রেলিয়া। দেশটির নাগরিকদের সইতে হচ্ছে অস্বাভাবিক মাত্রার তাপ।

আবহাওয়াবিদরা বলছেন, সামনের সপ্তাহে রেকর্ড গড়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে অস্ট্রেলিয়ায়। এ জন্য ইতোমধ্যে কয়েকটি অঞ্চলে ফায়ার ওয়েদারের সতর্কতাও জারি করা হয়েছে। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।

পূর্বাভাস আছে, দেশটির পশ্চিম দিকে তীব্র মাত্রার লু হাওয়া বইয়ে যাওয়ার কারণে আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে। এছাড়া, পশ্চিম অস্ট্রেলিয়া এবং কুইন্সল্যান্ডের কিছু অংশে ফায়ার ওয়েদারের আশঙ্কা রয়েছে।

বুধবার অস্ট্রেলিয়ার অনেক অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া ব্যুরো (বিওএম)। এছাড়া পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে আগামী সপ্তাহে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার ৪০ ডিগ্রিতে যাচ্ছে এখানের তাপমাত্রা। আর রবিবার তাপমাত্রা হবে ৪১ ডিগ্রি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৫০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটা হয়েছিল ১৯৬০ সালের ২ জানুয়ারি। অবশ্য চলতি বছরের জানুয়ারিতেও দেশটিতে ৪৯ ডিগ্রির অসহনীয় তাপ ছিল।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর