২ জানুয়ারি, ২০২০ ১৩:০২

নিউজিল্যান্ডের বাতাসে পোড়া গন্ধ, ভুতুড়ে আকাশ

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের বাতাসে পোড়া গন্ধ, ভুতুড়ে আকাশ

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের আকাশ হলুদাভ আকার ধারণ করেছে। অস্ট্রেলিয়ার যেখানে দাবানলের ঘটনা ঘটেছে সেখান থেকে ২ হাজার কিলোমিটার দূরে নিউজিল্যান্ডের অবস্থান। কিন্তু দাবানলের ধোঁয়া পৌঁছে গেছে সেখানেও। নিউজিল্যান্ডের বাতাসে এখন পোড়া গন্ধ।

৩১ ডিসেম্বর দাবানলের ধোঁয়া পৌঁছায় নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে। এতে সেখানকার বিখ্যাত হিমবাহ উধাও। ধোঁয়ার কারণে উত্তর আইল্যান্ডের আকাশও ভুতুড়ে আকার ধারণ করেছে।   

গত কয়েক সপ্তাহ ধরে চলা দাবানলে অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাত্রাতিরিক্ত উষ্ণতা ও কয়েক মাস ধরে চলা খরাকে এ জন্য দায়ী করা হচ্ছে। সামনের সপ্তাহে অবস্থা আরও খারাপের দিকে যাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর