২৬ জানুয়ারি, ২০২০ ০১:৫৮

মিয়ানমারে গোলাবর্ষণে ২ রোহিঙ্গা নারী নিহত

অনলাইন ডেস্ক

মিয়ানমারে গোলাবর্ষণে ২ রোহিঙ্গা নারী নিহত

মিয়ানমার সেনাবাহিনীর গোলাবর্ষণে দুই রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা নিয়ে রায়ের দু’দিন পার হতে না হতেই শনিবার রোহিঙ্গা গ্রামে দেশটির সেনাবাহিনীর আর্টিলারি বাহিনী এ ঘটনা ঘটায়। নিহতদের মধ্যে এক নারী গর্ভবতী ছিলেন। একই ঘটনায় গ্রামটির অপর সাত ব্যক্তি আহত হয়েছেন।

এ বিষয়ে উত্তর রাখাইনের বুথিডং জনপদ থেকে নির্বাচিত সংসদ সদস্য মোং কিউ জান জানান, সেনাবাহিনীর নিকটস্থ ব্যাটালিয়ন থেকে ছোড়া ওই গোলা কিন তুয়াং গ্রামে মাঝরাতে আঘাত হানে। এতে দুই রোহিঙ্গা নারী মারা যান। গোলায় দুটি বাড়িও ধ্বংস হয়। তিনি আরও বলেন, যখন কামানোর গোলা ছোড়া হয়, তখন কোনো লড়াই ছিল না। বিনা উসকানিতেই ওই গোলা নিক্ষেপ করেছে সেনাবাহিনী। এ বছর দ্বিতীয়বারের মতো বেসামরিক নাগরিককে এভাবে হত্যা করা হলো।
এদিকে মিয়ানমার সেনাবাহিনী এ হামলার দায় অস্বীকার করে বিদ্রোহীদের ওপর চাপিয়ে দেয়। তারা জানায়, সকাল হওয়ার আগেই একটি সেতুর ওপর হামলা চালায় বিদ্রোহীরা।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর