সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব ও আলেপ্পো প্রদেশে দেশটির সেনা অবস্থানে কামানের গোলা নিক্ষেপ করেছে তুরস্ক। এতে ১৩ সিরিয়ান সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে, সিরিয়ান বাহিনীর হামলায় ৮ তুর্কি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সিরিয়ার সরকারের যে কোনো ধরনের হামলার জবাব কঠিনভাবে দেবে তুরস্ক। সিরিয়ান সরকারকে বিদ্রোহী অধিকৃত ইদলিব দখল করতে দেবে না তার সরকার। রুশ সমর্থিত সরকারবাহিনী ইদলিবের নিরাপরাধ মানুষদের সীমান্তে পালাতে বাধ্য করছে।
গত ডিসেম্বরের পর সিরিয়ার অর্ধলাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। তুর্কি টেলিভশন মঙ্গলবার রাতে জানিয়েছে, তুর্কি সেনারা ইদলিব শহরের দক্ষিণ উপকণ্ঠে এবং আলেপ্পো শহরে পশ্চিম ও উত্তর অংশে অবস্থিত সিরিয়ার সেনা অবস্থানে গোলা নিক্ষেপ করে।
বিডি প্রতিদিন/ফারজানা