করোনাভাইরাস সন্দেহে পাকিস্তানে আসা একজন চীনা নাগরিককে দেশটির ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স (পিমস) হাসপাতালের পৃথক ওয়ার্ডে রাখা হয়েছে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর, সোমবার বেইজিং থেকে ১২২ জন যাত্রী নিয়ে একটি ফ্লাইট সন্ধ্যার আগেই ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করেছিল। বিমানবন্দর ত্যাগ করার সময় চীনা নাগরিক বিং ইয়াংয়ের স্ক্রিনিং চলাকালীন তার শরীরে উচ্চ তাপমাত্রা (করোনা ভাইরাসের লক্ষণের একটি) থাকার বিষয়টি ধরা পড়ে।
এরপর তাৎক্ষণিকভাবে ইয়াংকে অন্যান্য যাত্রীদের থেকে পৃথক করে এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে পিমস হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব