বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের দেশ ভারত যে আদর্শের ওপর প্রতিষ্ঠিত হয়েছিল তার সঙ্গে জুড়ে থাকা সবকিছু ধ্বংস করছে ক্ষমতাসীন বিজেপি সরকার। ভারতের তৃণমূল কংগ্রেসের আলোচিত সাংসদ মহুয়া মৈত্র দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন। নিচে তার সাক্ষাৎকার তুলে ধরা হলো:
প্রশ্ন: রাষ্ট্রপতির ভাষণের উপর এর আগে কখনও সংশোধনী জমা দেয়নি তৃণমূল। এবার কেন তার প্রয়োজন হলো?
উত্তর: এবারের বিষয়টি সম্পূর্ণ আলাদা। তার বক্তব্যের বহু জায়গায় 'বিভেদ' তৈরি করছে। তাই আমাদের এবার সংশোধনী আনতেই হয়েছে। দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় সংশোধনীর দাবি জানিয়েছেন।
প্রশ্ন: সংসদে আপনি আপনার বক্তব্যে 'বিরোধী স্বরকে দানবীয়ভাবে চিত্রিত করার দোষে' সরকারকে অভিযুক্ত করেছেন। কেন?
উত্তর: দেখুন মন্ত্রী অনুরাগ ঠাকুর (ইউনিয়ন মন্ত্রী) কী বলেছেন। তিনি গুলি মারতে বলছেন। যাদের গুলি মারতে উস্কানি দিচ্ছেন তারা হয় আমাদের পিতা, আমাদের। তারা জঙ্গি? এছাড়াও ওদের (বিজেপি) রুচি কতটা নিম্ন ও নির্লজ্জ যে-অশ্লীল মন্তব্যের জন্য যার প্রচারের উপর কমিশন ৯৬ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করল তাকেই (বিজেপি সাংসদ পরভেশ ভর্মা) সংসদে বিতর্কের সূচনার জন্য বেছে নেওয়া হল। এমনকি সেই সময় তার নিষেধাজ্ঞাও ওঠেনি। এটা প্রতিটি ভারতীয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
প্রশ্ন: শাহিনবাগের প্রসঙ্গের অতি ব্যবহার কী দিল্লি ভোটে বিজেপিকে বেশি সুবিধা করে দেবে বলে আপনি মনে করেন না?
উত্তর: এটা শুধু দিল্লি নির্বাচনের বিষয় নয়। দেশে এতদিন ধরে যা গড়ে উঠেছে তা প্রত্যেকদিন এক একটা করে ধ্বংস করছে ওরা (বিজেপি)। অর্থনীতি, কর্মসংস্থানের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলি সামনে এলেই মিথ্যা বলা হচ্ছে, সত্যকে ঢেকে দেওয়ার নানা চেষ্টা চলছে। অন্যদিকে ধর্মের নামে ভয় দেখানো হচ্ছে। শাহিনবাগ কেবল অসন্তোষের এক বহিঃপ্রকাশ মাত্র। তারা যেন মনে রাখে ৩০৩ সংখ্যা মানুষের দ্বারাই '০'-এ পরিণত হবে।
প্রশ্ন: যে আইনের বিরুদ্ধে বিরোধী দলগুলো প্রতিবাদ করছে তা সংসদে পাস হয়েছে, সরকার কিন্তু বারংবার একথা বলছে…
উত্তর: শাসকের কাছে যথেষ্ট সংখ্যা রয়েছে, সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। যা মনে হবে ওরা তাই করতে পারে। আগমিকাল ওদের যদি মনে হয় ৩৫৬ ধারা জারি করবে বা দার্জিলিং-কে বিচ্ছিন্ন করবে তাহলে আমরা শুধু তা দেখতে পারি। কিন্তু, এটা নৈতিকতার বিষয়। আপনার কাছে দড়ি রয়েছে। এবার সেটা মানুষকে ঝোলানোর কাজে ব্যবহার করবেন, নাকি কুয়া থেকে জল তোলার ক্ষেত্রে-সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে।
বিডি প্রতিদিন/ফারজানা