পশতুন তাহফুজ মুভমেন্টের (পিটিএম) নেতা মনজুর পাশতিন গ্রেফতার ইস্যুতে আফগানিস্তানের কাবুলস্থ পাকিস্তান মিশনের সামনে প্রতিবাদ মিছিল করেছে করেছে সংগঠনটি। বুধবার কাশ্মীর সংহতি দিবসে প্রতিবাদ মিছিলটি করে তারা।
এর আগে পাকিস্তান হাইকমিশন যে হোটেলটিতে জাম্মু ও কাশ্মীরের সংহতি নিয়ে অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল পরে বুকিংও বাতিল করে এবং অনুষ্ঠানের আয়োজন করতে অস্বীকৃতি জানায়।
সম্প্রতি সেনাবাহিনীর বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডের অভিযোগের তদন্তের দাবি তোলা মনজুর পাশতিনকে পাকিস্তানের উত্তর-পশ্চিম শহর পেশোয়ারের শাহীন টাউন অঞ্চল থেকে গত ২৫ জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল।
বিডি প্রতিদিন/আরাফাত