কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে গত বছরের ডিসেম্বরে অভিসংশিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি কংগ্রেসের উচ্চকক্ষে সব অভিযোগ থেকে মুক্ত হলেন তিনি। এতে গদি রক্ষা হয়েছে তার।
গত সেপ্টেম্বরে ট্রাম্পের বিরুদ্ধে অভিসংশন প্রক্রিয়া শুরু হয়। ডিসেম্বরে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে তিনি নিম্নকক্ষে অভিসংশিত হন।
সিনেটে বিচার প্রক্রিয়া
তবে বুধবার ৫২-৪৮ ভোটে, সিনেট রায় দিয়েছে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতার অপব্যবহার করেননি। কংগ্রেসের কাজে বাধা দেয়ার অভিযোগের বিষয়ে ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে ৫৩টি এবং বিপক্ষে ৪৭।
ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত প্রথম অভিযোগের বিষয়ে ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন তার দল রিপাবলিকান পার্টির সিনেটর মিট রমনি, অবশ্য দ্বিতীয় অভিযোগের বিষয়ে রমনি ট্রাম্পের পক্ষে ভোট দেন।
সূত্র: আল-জাজিরা ও সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা