ভারতের রাজধানী নয়াদিল্লিতে জিতে ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। এবিপি নিউজ-সি ভোটারের শেষ জনমত সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। সমীক্ষার ফল অনুযায়ী, গত ভোটের তুলনায় অবশ্য আসন বাড়বে বিজেপির। তবে কংগ্রেসের লাভ সামান্যই।
গত নির্বাচনে আম আদমি পার্টি ৬৭ ও বিজেপি বাকি তিনটি আসন পেয়েছিল। শতকরা হিসেবেও আগামী শনিবারের নির্বাচনে আম আদমি পার্টি পেতে পারে ৪৫.৬ ভাগ ভোট। বিজেপি ৩৭.১ শতাংশ, কংগ্রেস ৪.৪ শতাংশ ও বাকি ১২.৯ শতাংশ। ৬ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দিল্লির বিধানসভার ৭০টি আসনে ১১,১৮৮ জন মানুষের মধ্যে এ সমীক্ষা চালানো হয়।
সমীক্ষার ব্যাপারে কেজরিওয়ালের মতে, আম আদমি পার্টির আসন আরও বাড়বে। মানুষ দলকে জেতানোর মন তৈরি করে ফেলেছেন।
বিজেপির মীনাক্ষী লেখির অবশ্য দাবি, 'তার দল ৪৫টি আসন পাবে।' কিন্তু ঘরোয়া মহলে বিজেপি মানছে, ভোটের হাওয়া কেজরিওয়ালের পক্ষে।
বিডি প্রতিদিন/ফারজানা