গ্রিসের রাজধানী এথেন্সের ২৩৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে বৃহস্পতিবার ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বেলা ১১টা ২৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি-না, তা তাৎক্ষণিক জানা যায়নি।
এ ব্যাপারে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি গ্রিসে ৯ কিলোমিটার গভীরতায় আঘাত করেছে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইএমএসসি জানায়, আঞ্চলিক রাজধানী লরিসাসহ থেসালি অঞ্চলের বিভিন্ন দিকে এই কম্পন অনুভূত হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ