ইরাকের সংসদের ফার্স্ট ডেপুটি স্পিকার হাসান করিম আল কা’বি বলেছেন, মার্কিন বাহিনীকে অবিলম্বে ইরাক ছাড়তে হবে। কারণ আমেরিকা ইরাকে বসে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসের একের পর এক হস্তক্ষেপমূলক পদক্ষেপের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
ইরাকের সংসদের ডেপুটি স্পিকার আরও বলেন, মার্কিন দূতাবাস বুধবার যে বিবৃতি দিয়েছে তা ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ।
বুধবার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে দেশটির নাজাফ শহরে সহিংস বিক্ষোভ মোকাবেলায় সরকারের পদক্ষেপের সমালোচনা করছে।
ইরাকে সরকারবিরোধী যে বিক্ষোভ হচ্ছে তাতে বিজাতীয় শক্তির উসকানি রয়েছে বলে এরই মধ্যে বিভিন্ন তথ্য-প্রমাণে জানা গেছে।
ইরাকের হিজবুল্লাহ ব্রিগেডস বলেছে, সেদেশে অস্থিরতার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ জড়িত। তারা সরকারের বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তুলতে অপপ্রচার চালাচ্ছে।
ইরাকের সংসদ এর আগে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন