কংগ্রেসের নিম্নকক্ষে অভিসংশিত হলেও সিনেটের ভোটাভুটিতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিসংশন এড়ানোর পর ট্রাম্প তার অপমানের প্রতিশোধ নিতে আরও দেরি করলেন না। এরমধ্যেই দুই ব্যক্তিকে বরখাস্ত করেছেন তিনি। সেই দুই ব্যক্তি হলেন জাতীয় নিরাপত্তা কাউন্সিলে জ্যৈষ্ঠ ইউক্রেন বিশেষজ্ঞ লেফটেন্যান্ড কর্নেল আলেক্সান্ডার বিন্দম্যান ও ইউরোপিয়ান ইউনিয়নে মার্কিন দূত গর্ডন সন্ডল্যান্ড। অভিসংশন প্রক্রিয়ায় সাক্ষী ছিলেন তারা।
দুই ঊর্ধ্বতন ব্যক্তিকে বরখাস্তের বিষয়ে ট্রাম্পের উপদেষ্টা বলেছেন, এর প্রয়োজন ছিল। প্রেসিডেন্টের বিরুদ্ধে অবস্থান নিলে যে তা বরদাস্ত করা হবে এমন বার্তা দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত বুধবার ক্ষমতাসীন দল রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে ভোটাভুটিতে ট্রাম্পের বিরুদ্ধে আনা দুটি অভিযোগ খারিজ হয়ে যায়। গত ডিসেম্বরে 'কংগ্রেসের কাজে বাধাপ্রদান' এবং 'ক্ষমতার অপব্যবহারের' অভিযোগে ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিসংশন করা হয়। সেই জেরে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের আগে পেলোসির সঙ্গে হাতও মেলাননি ট্রাম্প। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা