চীন থেকে হংকংয়ে ফিরে আসা সবাইকে দু'সপ্তাহ বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেউ এই নতুন আইন অমান্য করলে তাকে অবশ্যই জরিমানা ও কারাদণ্ড ভোগ করতে হবে।
এখন পর্যন্ত হংকংয়ে ২৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সেখানে একজন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। অপরদিকে ফিলিপাইনেও একজনের মৃত্যু হয়েছে।
জাপানের একটি প্রমোদতরীতে নতুন করে ৪১ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ায় মোট ৬১ জন এই ভাইরাসে আক্রান্ত হলো। ওই প্রমোদতরীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল