৯৬ ঘন্টার জন্য ফ্রি দুবাই ভিসা এবং দুই রাতের জন্য ফ্রি হোটেল সুবিধা দেবে বেসরকারি বিমান সংস্থা এমিরেটস। তবে শুধুমাত্র ইউরোপ, আমেরিকা কিংবা আফ্রিকা ভ্রমণ পথে দুবাইয়ে যাত্রা বিরতি করলে এই সুবিধা দিবে এমিরেটস।
এই অফারটি পেতে হলে ১১- ২৪ ফেব্রুয়ারীর মধ্যে ফ্লাইট বুকিং দিতে হবে। এমনকি ২০ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে ভ্রমণ করতে হবে। একই সঙ্গে এয়ারলাইন্সের পক্ষ থেকে বিশেষ ভাড়াও অফার করা হচ্ছে। ইউরোপ ভ্রমণের ক্ষেত্রে সর্বনিম্ন সকল ট্যাক্সসহ রিটার্ণ ভাড়া হবে ৯২৭ মার্কিন ডলার।
ইকোনমি শ্রেণীর যাত্রীরা দুবাইয়ের রোভ বা সমমানের কোন হোটেলে বিনামূল্যে দুইরাত্রী যাপনের সুবিধা পাবেন। প্রথম ও বিজনেস শ্রেণী বা মিক্সড শ্রেণীর যাত্রীরা অ্যাড্রেস স্কাই ভিউ বা অ্যাড্রেস ফাউন্টেন ভিউ অথবা সমমানের কোন হোটেলে অনুরূপ সুবিধা পাবেন। বরাবরের মতো প্রথম ও বিজনেস শ্রেণীর যাত্রীরা ড্রাইভারসহ প্রাইভেট গাড়ীতে এয়ারপোর্ট ট্রান্সফারের সুবিধা পাবেন।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ